Sylhet View 24 PRINT

করোনার কারণে জোন ভাগ হলে কেমন হবে বাংলাদেশের চেহারা?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ১০:১৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: দেশে এখন পর্যন্ত শনাক্ত প্রায় ৬০ হাজার করোনা আক্রান্তের ৫০ ভাগই রাজধানীতে। বিভাগের মধ্যে বেশি প্রায় ২০ ভাগ আক্রান্তই ঢাকায়, সবচেয়ে কম বরিশালে। ৫০ জনের কম আক্রান্ত জেলার সংখ্যা ১১ আর ৫০০ থেকে ২ হাজারের বেশি আছে এমন জেলা অন্তত ৮টি।

এমন পরিস্থিতিতে জোন হিসেবে এলাকা ভাগ করার সিদ্ধান্তকে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা দ্রুত বাস্তবায়নের আশাবাদ প্রশাসনের।
 
৮ মার্চ শনাক্ত হবার পর ক্রমেই বাংলাদেশে আগ্রাসী ভূমিকায় কোভিড-১৯ বা করোনা ভাইরাস। দিন বাড়ার সাথে বেড়েছে পরীক্ষা, বাড়ছে শনাক্তের সংখ্যা। মারা যাবার তালিকা হাজারের কাছাকাছি।

এমন পরিস্থিতিতে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনুপাতে দেশের এলাকাগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার।
পরিসংখ্যান বলছে, দেশের মোট আক্রান্তের প্রায় ৫০ ভাগই রাজধানীতে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তও ঢাকায়। সর্বোচ্চ নারায়ণগঞ্জে, সবচেয়ে কম টাঙ্গাইল। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। জেলায় এখন পর্যন্ত শনাক্ত আড়াই হাজারেরও বেশি।

করোনাকালের প্রথমদিকে শনাক্তহীন থাকা বান্দরবান ও খাগড়াছড়িতে এখন পর্যন্ত আক্রান্ত ৪০। চার জেলার বিভাগ সিলেটে হাজারের নিচে রয়েছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রায় ৫০০ শনাক্ত বিভাগীয় শহর সিলেটে।

রংপুর বিভাগের ৮ জেলায় শনাক্ত হয়েছেন করোনা রোগী। মোট সংখ্যা হাজারেরও বেশি। সর্বোচ্চ রংপুর জেলায়, কম আক্রান্ত লালমনিরহাটে। সে তুলনায় খুলনায় আক্রান্তের হার কম। ১০ জেলার এ বিভাগে আক্রান্ত ৭০০। গড়ে একশ’রও কম শনাক্ত প্রতিটি জেলায়।

ছোট বিভাগ হলেও ময়মনসিংহে শনাক্তের হার বেশি। একশ’রও নিচে শেরপুর জেলায় কিন্তু বাকি তিন জেলার মধ্যে ময়মনসিংহে প্রায় ৫০০-সহ মোট সংখ্যা হাজারের বেশি। ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত হয়েছে বরিশালে। বিভাগীয় জেলা ছাড়া বাকি সবগুলোতে শনাক্তের সংখ্যা এক ‘র নিচে আছে এখনও।

উত্তরের বিভাগ রাজশাহীতেও হানা দিয়েছে কোভিড ১৯। তবে এখানে ব্যতিক্রম হল বিভাগীয় শহরের তুলনায় বগুড়া জেলায় শনাক্ত বেশি। রাজশাহীতে ১০০-এর নিচে থাকলেও অন্তত ৩টি জেলায় দুইশ’ ছুঁইছুঁই।

জোন ভাগ হলে কেমন চেহারা হবে বাংলাদেশের? পুরোটাই লাল হবে, না হলুদ থাকবে কিছু।  গ্রিন জোন ঘোষণার কোন অবস্থায় কি আছে?  স্বাস্থ্য অধিদফতর বলছে, জোন প্রক্রিয়ায় করোনা মোকাবেলায় সুবিধা পাবে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, কার্যকর পন্থা বাস্তবায়ন করতে না পারলে লাল জোন কখনোই সবুজ হবে না।

 সৌজন্যে :  চ্যানেল২৪, বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.