Sylhet View 24 PRINT

রবি ও সোমবারের সব ফ্লাইটও বাতিল করল বিমান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ২১:২০:৩৮

সিলেটভিউ ডেস্ক :: যাত্রী কম থাকায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল রবি ও সোমবার (৭ ও ৮ জুন) কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান সংস্থাটি। এ নিয়ে টানা সাতদিনের ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। তবে চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, যাত্রী সংকটের কারণে সামনের দুদিনের ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইনসটি। আর আগে ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেখান থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হবে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান। তবে ফ্লাইট চালুর দ্বিতীয় দিন ২ জুন ও তৃতীয় দিন ৩ জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ জুন টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সৌজন্যে :  কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/ডেস্ক /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.