Sylhet View 24 PRINT

নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নাম নিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ১৭:৩৪:৪৫

সিলেটভিউ ডেস্ক :: রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে স্থানীয়দের সমন্বিত উদ্যোগে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নাম নিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য। খুব দ্রুত এই ভাস্কর্যের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এছাড়া একই ইউনিয়নে আল-কোরআনের অবয়বে রেহেল চত্বর নির্মাণের কাজও শুরু হয়েছে।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রপসি পাঁচ মাথার মোড়ে চারটি ফলক নিয়ে একটি স্তম্ভ তৈরির কাজ শেষ হয়েছে। বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহর গুণবাচক ৯৯ নাম আরবিতে ও বাংলা উচ্চারণসহ ওপর থেকে নিচে লেখা হয়েছে। নিচে রয়েছে বর্গাকার বেদী যা দুই স্তরের গোলাকার বেদী দিয়ে বেষ্টিত। দুই ফুট বাই দুই ফুট বর্গাকার এই স্তম্ভটির উচ্চতা ২৭ ফুট। এর ২২ ফুটে রয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং ওপরে পাঁচ ফুটে থাকবে \'আল্লাহু\' লেখা।

ভাস্কর্যের নির্মাণ কাজ অনেকটা শেষ হলেও কারুকাজের কিছু বাকি রয়েছে। গত বছরের আগস্ট মাসে এটি নির্মাণ কাজ শুরু হয়।

লাইটিং সিস্টেমের সাথে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে দিনরাত ২৪ ঘণ্টায় এখানে আল্লাহর ৯৯টি নাম উচ্চারিত হবে। এখানে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আইপিএস সংযোগও দেয়া থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/বাপ্র/এসডি-১৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.