Sylhet View 24 PRINT

করোনার ভাতা পাওয়ার গুজব, শিক্ষার্থীদের আবেদনের হিড়িক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ১৯:০৩:৫৬

সিলেটভিউ ডেস্ক :: শিক্ষার্থীদের করোনা ভাতা দেওয়ার গুজবে নেত্রকোনার দুর্গাপুরে কম্পিউটারের দোকানগুলোতে শিক্ষার্থীদের আবেদনের হিড়িক পড়েছে। রবিবার সকাল থেকেই পৌর শহরের প্রতিটি কম্পিউটারের দোকানে দোকানে ভিড় করেছেন শিক্ষার্থীরা।

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে আবেদন করতে দেখা গেছে অনেক শিক্ষার্থী ও তার অভিভাবককে। অনেকে অভিভাবক শিক্ষকদের সাথে নিয়েই কম্পিউটারের দোকানে ভিড় করছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের ভোটার আইডি কার্ড, নগদ অ্যাকাউন্টের গোপন পিনসহ গুরুত্বপূর্ণ নানা তথ্য দেওয়া হচ্ছে আবেদনগুলোতে।

তবে শিক্ষার্থী-অভিভাবক কেউ জানেন না এটি আদৌ সত্যি কি না? তারপরও একজন আরেকজনের দেখা-দেখিতেই আবেদন করছেন বলে জানা গেছে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রত্যয়নপত্র নেওয়ার জন্য শিক্ষার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। শিক্ষকরাও দিচ্ছেন প্রত্যয়নপত্র।

তবে কম্পিউটার দোকানিরা বলছেন, টাকা পাওয়ার ব্যাপারে তারা কোনো কিছুই জানেন না। শিক্ষার্থীরা আবেদন করার জন্য বলায় তারাও আবেদন করছেন।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান, এ নিয়ে কোনো চিঠি তিনি পাননি। তবে তিনিও অনলাইনের কয়েকটি নিউজে দেখেছেন আবেদন করছে।


সিলেটভিউ২৪ডটকম/ বিডি প্রতিদিন  /জিএসি-০৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.