Sylhet View 24 PRINT

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার ছিটকে গিয়ে ৫ জন নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৮ ১১:১৯:২৪

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল রেলপথের সোনাখালী ক্রসিংয়ে রবিবার সকালে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন সোনাখালী ক্রসিং পার হচ্ছিল। এ সময় ক্রসিং পার হতে থাকা একটি প্রাইভেটকারকে ট্রেনটি ধাক্কা দিয়ে ২০০ ফুট সামনে নিয়ে যায়। কারের ভেতরে চালকসহ পাঁচ জন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, এই  দুর্ঘটনার পর থেকে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের কাছের স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.