Sylhet View 24 PRINT

পাঠ্যপুস্তকে ভুলের জন্য দায়ী সবাই শাস্তি পাবে : শিক্ষামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ১২:১১:০৪

চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের জন্য দোষী প্রমাণ হলে সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

একই সঙ্গে তিনি বলেন, কম সময়ে ছাপাতে গিয়ে বইয়ে ভুল হতে পারে। ছড়া ও কবিতায় যারা ভুলগুলো করেছে তারা অবশ্যই অযোগ্য।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাঠ্যপুস্তকে ভুলত্রুটি নিয়ে সমালোচনার মধ্যেই এই সংবাদ সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, কোনো ভুল-ত্রুটি হবে না কখনোই বলিনি। ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতদিন এগিয়েছি।

তিনি বলেন, ‘এখন বড় ভুলগুলোর সংশোধনের কাজ চলছে। এরই মধ্যে দুজনকে ওএসডি করা হয়েছে। দোষী প্রমাণ হলে সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.