Sylhet View 24 PRINT

এবার খাগড়াছড়িতে পাহাড় ধসে শিশুসহ নিহত ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৮ ১২:১০:২৪

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক ::  খাগড়াছড়ির দুই এলাকায় পাহাড় ধসে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলয় রোববার সকালে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ জানান, জতিন্দ্র কারবারী পাড়ায় সকাল ৭টার দিকে পাহাড় ধসে লিটন চাকমার (৭) মৃত্যু হয়।

এর আগে ভোরের দিকে রামগড়ের নাকাপা বুদুমছড়া এলাকায় পাহাড় ধসের এ ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয় বলে জেলার পলিশ সুপার আলী আহমদ খান জানান।

নিহতরা হল- ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে বলে জানান তিনি।

রামগড় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “পাহাড় ধসে ঘর চাপা পড়ে ওই দুই ভাইরের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি”

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন।

খাগড়াছড়িতে পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা ১৬২ হল।


সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৭/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.