Sylhet View 24 PRINT

আজ বাতিল হয়নি কোনো হজ ফ্লাইট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ১২:১২:৩৬

যাত্রী সংকটে হজ ফ্লাইট বাতিল- টানা কয়দিন এই ধরনের বিজ্ঞপ্তি আসার পর রবিবার সকালে উল্টো এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিমান। সংস্থাটি সকালে জানিয়েছে, আজ বাংলাদেশ বিমানের কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি।

সকালে ‘হাজি আপডেট’ শিরোমানে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপন শাকিল মেরাজের সই করা ওই বিবৃতিতে জানান হয়, এখন পর্যন্ত হজযাত্রী সংকটে মোট ২১টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৮ হাজারের মত যাত্রী হজে যেতে নিবন্ধন করে। তবে সৌদি আরবে নীতিমালার কারণে ভিসা পেতে বিলম্ব হচ্ছে অনেকের। আর যাত্রী না থাকায় ফ্লাইট বাতিল হওয়ায় বিমানের ৪০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৯ হাজার ১২২ জন হজ করতে সৌদি আরব গেছেন। এর মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থা ২৭ হাজার ৮৪৪ জন এবং সাউদিয়া এয়ারলাইন ৩১ হাজার ২৭৮ জনকে পরিবহন করেছে।

আজ সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত বিমান মোট পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর মধ্যে দুটি ফ্লাইট উড়বে চট্টগ্রাম থেকে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.