Sylhet View 24 PRINT

ময়মনসিংহে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, ছাত্র গ্রেপ্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ১২:১৪:৩৭

ময়মনসিংহে গভীর রাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার রাত আড়াইটার দিকে শহরের ভাটিকাশর স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ স্থানীয় হাজী নুরুল আমীনের বাসার সামনে কককেট বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসী ধাওয়া দিয়ে সিরাজুলকে ধরে ফেলে। আর বাকিরা কেটে পড়ে।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক ( এসআই) মো. জুলফিকার জানান, সিরাজুলকে আটকের পর এলাকাবাসী খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম  জানান, গ্রেপ্তার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.