Sylhet View 24 PRINT

সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি ১৩ ডিসেম্বর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-১২ ১২:৩২:৩৫

সিলেটভিউ ডেস্ক :: গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সিটি করপোরেশনসহ পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনি এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির বলেন, ‘আপনি এত বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনদের পকেট।’

তিনি বলেন, ‘আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আমরা আগেই বলেছি, এখনও বলছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। গতকাল (রবিবার) আওয়ামী লীগের প্রার্থীকে নামমাত্র ৫ হাজার টাকা জরিমানা করলেও তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তেমন কোনও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘রংপুরেআতঙ্কজনক পরিবেশ বিরাজ করলেও ইসি ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারেনি। কমিশন সুষ্ঠু নির্বাচনি পরিবশে চায় কিনা এ প্রশ্নও উঠেছে ভোটারদের মধ্যে। আমি আবারও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য ইসির কাছে জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ডিসেম্বর২০১৭/ডেস্ক/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.