Sylhet View 24 PRINT

ফল নিয়ে জেল গেইটে এসে ফিরে গেলেন বিএনপি নেতারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৯:১৪:৩৪

সিলেটভিউ ডেস্ক :: খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফল নিয়ে কারা ফটকে গিয়ে দেখা না পেয়ে ফিরে যেতে হয়েছে বিএনপি নেতাদের। আগে থেকে অনুমতি না নেওয়ায় তাদের আনা ফলও রাখেনি কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারসহ ছয়জন এক ঝুড়ি ফল নিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে কারাফটকে যান।

তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোরশেদ হাসান খান, ড. ওবায়দুল ইসলাম, সাবরিনা শাহনাজ ও দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা রহিম।

ডোনার সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম’ ফল ভালোবাসেন, তাই তারা ফল নিয়ে এসেছেন।

কিন্তু ভেতরে ঢুকতে না পেরে কিছুক্ষণ পর তারা কারাগার এলাকা ছেড়ে চলে যান।

বেলা আড়াইটার দিকে কারাগারের সামনে আসেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ বিএনপির কয়েকজন নারী নেত্রী। তাদের হাতেও ছিল ফলের ঝুড়ি। 

কিন্তু তাদের আনা ফলও ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সাংবাদিকের বলেন, “তারা আমাদের ফল নিয়ে যেতে দেয় নাই। আমরা আদালতের এই রায় মানি না।”

ফল দেওয়ার জন্য আগে থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন কিনা জানতে চাইল বিষয়টি এড়িয়ে যান আফরোজা আব্বাস।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সাবেক এই প্রধানমন্ত্রীকে সেদিনই কারাগারে পাঠানো হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.