Sylhet View 24 PRINT

২ উপনির্বাচনে আ.লীগের সংগ্রাম ও জাপার শামীম জয়ী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ২২:০৩:২৪

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) শূন্য আসনের উপনিবার্চনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের  প্রার্থী সাবেক ছাত্রনেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৮১ হাজার ৩৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ২৫৮ ভোট।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

এদিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ১০৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আফরুজা বারী (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।

মঙ্গলবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরের ফলাফল প্রকাশের কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.