Sylhet View 24 PRINT

'দণ্ডপ্রাপ্ত আসামিকে আন্দোলন করে মুক্ত করা যায় না'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৫ ১৫:০৯:৪৫

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে আন্দোলন করে মুক্ত করা যায় না। পৃথিবীর কোনো দেশেই এমন কোনো নজির নেই। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবিবার কুষ্টিয়া লালন একাডেমির উন্নয়ন কাজের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায়ের ক্ষমতা বিএনপি কতটুকু আছে তা জনগন জানে। বিএনপি নেতাকর্মীদের এই ধরনের বক্তব্যে দেয়ার মাধ্যমে প্রমাণিত হয় আসলে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না।

তিনি আরো বলেন, বিএনপি গত নয় বছর ধরে এমন অনেক হুমকি দিয়ে সরকারকে বাধ্য করার চেষ্টা করেছেন। এর ফলাফল কি হয়েছে তা দেশবাসী জানে তাই বিএনপির এই ধরনের কথাবার্তার কোনো মূল্যে নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.