আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

যেমন কুকুর তেমন মুগুর দেয়া হবে: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১৬:০৬:৩৭

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুনেছি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ৪ জনের একজন ছাত্রশিবির করেন। অন্য তিনজন ছাত্রলীগে অনুপ্রবেশকারী। এমন হলে যেমন কুকুর তেমন মুগুর দেয়া হবে।’

সোমবার রাজধানীর মা‌নিক মিয়া অ্যা‌ভি‌নিউ‌তে বিআর‌টিএ’র কার্যক্রম প‌রিদর্শনের সময় সাংবা‌দিকদের একথা ব‌লেন তি‌নি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসন ও মন্ত্রিত্ব দাবির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কে কত আসন পাবে, সেটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এটা প্রকাশ্যে না বলাই ভালো। আর জাতীয় পার্টির চেয়ারম্যান মন্ত্রিত্ব চেয়েছেন। আমি বলি কী এজন্য তো আগে নির্বাচনে জিততে হবে। তারপর না হয় এসব দেখা যাবে।’

বিএনপি নেতাদের বার বার আন্দোলনের নামার হুঁশিয়ারি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন আর আন্দোলন করে কোনো লাভ হবে না। মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচনের প্রস্তুতি নিন। সেমিফাইনাল খেলা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে।


সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন