আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

'কারাগারে খালেদা জিয়ার কোনো চিকিৎসাই হচ্ছে না'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৮ ১৫:২৯:১৪

সিলেটভিউ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থতা আড়াল করতে সরকার নানা ফন্দিফিকির করছে। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসক দ্বারা যেসব চিকিৎসাসেবা পেতেন, সে সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। কারাগারে খালেদা জিয়ার কোনো চিকিৎসাই হচ্ছে না।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দেশনেত্রীর জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ বক্তব্য ডাহা মিথ্যা। সরকারি মেডিকেল বোর্ড অর্থোপেডিক বেড দেয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল, তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। মনে হচ্ছে- এর পেছনে সরকারের কোনো গভীর চক্রান্ত রয়েছে। খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও তার জামিন স্থগিত করাও ওই চক্রান্তেরই অংশ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন