আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ভারত সফরের ‌‌সব বলবেন ওবায়দুল কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ১৯:৩৯:০৬

সিলেটভিউ ডেস্ক :: আগামী জাতীয় নির্বাচন বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফর সম্পর্কে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসবেন তিনি। সেখানে সফরের বিস্তারিত জানাবেন, কোনো কিছুই লুকাবেন না।

মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে ভারত সফর শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দল ঢাকা বিমানবন্দরে পৌঁছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দল। আমার আজ ক্ষমতায় আছি কাল নাও থাকতে পারি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। এই বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই। আমরা আশাও করি না। এসব ব্যাপার আমরাই ঠিক করব।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ করবে আমরা তা আশা করি না। আর ভারত নির্বাচনের হস্তক্ষেপ করে না। এবারও করবে না। তাদের অনেক নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে আমরা যেকোনো দেশের সঙ্গে সুসম্পর্ক করতে পারি। আমাদেরকে বিজেপি আমন্ত্রণ জানিয়েছে। আমরা কি সেখানে খেতে গেছি নাকি? ওখানে কি আমরা বেড়াতে গেছি? আনন্দ উল্লাস করতে গেছি? আমার তাদের সঙ্গে সিরিয়াসলি আলাপ আলোচনা করেছি। আমার এসব কিছু একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলব।’

কাদের বলেন, ‘ভারতের রোলিং পার্টির আমন্ত্রণে আমরা ভারতে গিয়েছি। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে। আমার সব ইস্যুর ওপর কথা বলেছি। সেগুলোর মধ্যে সীমান্ত চুক্তির জন্য আমার ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন তারা। এই দুইজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি তিস্তা চুক্তিও হবে। আমাদের পানির জন্য যে হাহাকার আছে তা উপস্থাপন করেছি। এই চুক্তি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে।’

মন্ত্রী বলেন, ‘আমার দুই-একদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করব। কারণ তথ্য যদি না দিই তাহলে এটা শুভ নয়। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমার কিছু গোপন করতে চাই না। সংবাদ সম্মেলনে আমরা সবকিছু প্রকাশ করব, যেন কোনো গুজব ছড়াতে না পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সাংবাদিকরাও অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমার কিছুই বলতে চাইনি। আমাদের ইচ্ছে ছিল দেশে গিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবকিছু বলব।’

তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তিন দিন দেশে ছিলাম না। না জেনে কিছু বলতে পারবো না। আর আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই বিষয়ে কথা বলেছেন।’

এর আগে প্রতিনিধি দলকে বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ও কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন।

গত ২২ এপ্রিল ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপের আমন্ত্রণে দেশটিতে সফরে যায়।

শেয়ার করুন

আপনার মতামত দিন