আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘আইনের উদ্দেশ্য এটা নয়, অপরাধী ধরো আর হত্যা করো’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৭ ১১:৫৪:১৪

সিলেটভিউ ডেস্ক :: ‘আইনের উদ্দেশ্য এই নয় যে, অপরাধী ধরো আর হত্যা করো। বরং  অপরাধ দমন করতে গিয়ে সেটা আরেকটি বড় অপরাধ করা হবে।’ শনিবার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর লালবাগে ‘দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সভাপতি মুফতি সাখাওয়াত হুসাইন রাজি।  এ আলোচনা সভার আয়োজন করে  ইসলামী যুব খেলাফত।

মুফতি সাখাওয়াত হুসাইন বলেন, ‘অপরাধ দমনে চাই শাশ্বত আইন, যে আইন দিয়েছে কেবল ইসলাম। তাই ইসলামি অনুশাসন ছাড়া কোনও অপরাধই নির্মূল সম্ভব নয়। কেননা, ইসলামি আইন অপরাধ প্রবণতা হ্রাস করে। ফলে ধীরে ধীরে কমে আসে অপরাধীর সংখ্যা।’

দেশের এক নম্বর সমস্যা দুর্নীতি বলেও মন্তব্য করেন মুফতি সাখাওয়াত হুসাইন। তিনি বলেন, ‘শেয়ার বাজার থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকসহ এক এক করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতিবাজদের করাল গ্রাসে পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত প্রায়। দন্তনখরহীন দুদক বা প্রচলিত আইন দিয়ে দুর্নীতির এই গতি রোধ করা যাবে না। প্রয়োজন ইসলামের ইনসাফপূর্ণ অনুশাসনের।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমির  মাওলানা আবুল হাসানাত আমিনী, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাসেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল,  মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৭মে২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন