আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

রাজধানীতে তাজিন আহমেদ স্মরণে এনডিএম’র আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৭ ১১:৫৬:৪৬

সিলেটভিউ ডেস্ক :: সদ্য প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া করেছে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। শনিবার (২৬ মে) বাদ জোহর দলের চেয়ারম্যানের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। তাজিন আহমেদ এনডিএম’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

স্মরণসভায় সংগঠনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘অভিনেত্রী তাজিন আহমেদ নিজের কর্মের মাধ্যমেই মানুষের মধ্যে উচ্চারিত হবেন। তার দেশপ্রেম, তার শিল্পের প্রতি অনুরাগ ভবিষ্যতের শিল্পীদের পাথেয় হয়ে থাকবে।’

সভায় তাজিন আহমেদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, এনডিএম মহাসচিব আব্দুল্লাহ মো. তাহের, ভাইস চেয়ারম্যান (শিল্প ও বাণিজ্য) এনায়েত কবির ও এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন। দোয়া ও স্মরণসভার সঞ্চালনা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের সভাপতি লায়ন নূরুজ্জামান হীরা। তাজিন আহমেদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাইফুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/২৭মে২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন