Sylhet View 24 PRINT

আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৩ ১৭:২৬:৪৪

সিলেটভিউ ডেস্ক :: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির নিজস্ব ভবন উদ্বোধন করেছেন।

শনিবার সকালে তিনি ভবনটি উদ্বোধন করেন। এসময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধনের পর ভবন প্রাঙ্গণে বকুল ফুলের চারা রোপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন ভবন ঘুরে দেখেন তিনি।
৮ কাঠা জায়গার ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে দলীয় কার্যালয়টি।

পুরো ভবনই ওয়াইফাই জোনের আওতাধীন। ভবনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য সুপরিসর কক্ষ রয়েছে। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। আরো আছে ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন। দু’পাশ কাঁচ দিয়ে ঘেরা। এছাড়াও রয়েছে দু’টি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা। ভবনের বাইরের দেয়ালে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। পাশে রয়েছে দলীয় প্রতীক নৌকার ছবি। সবার ওপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রয়েছে।

এদিকে ভবনটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুন ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.