Sylhet View 24 PRINT

রাজশাহীতে বিএনপির প্রচারে ককটেল হামলা, আহত ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৭ ১৩:১১:৩৩

সিলেটভিউ ডেস্ক :: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রচারের সময় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্যসহ তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় ঘটনাস্থলে পরপর তিনটি ককটেল বিস্ফরণ ঘটে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার সংবাদ পেয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আহত সাংবাদিককে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।

আগামী ৩০ জুলাই রাজশাহীসহ তিন সিটি করপোরেশনে ভোটগ্রহণের কথা রয়েছে। এর আগে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭জুলাই২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.