আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাজশাহীতে লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৭ ২৩:৩৮:৫৫

নগরবাসীর দরজায় কড়া নাড়ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮। উক্ত নির্বাচনকে ঘিরে রাজশাহীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন কমিশন থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে  মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে গত ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর ওই দিন থেকেই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে।

রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে লিটনের পক্ষে গণজোয়ার উঠেছে। নগরীর অধিকাংশ ব্যবসায়ীরা এবার ঐক্যবদ্ধ হয়েছেন লিটনকে বিজয়ী করার জন্য। লিটনের পক্ষে ব্যবসায়ীদের এই গণজোয়ার উঠার পেছনে লিটন মেয়র থাকাকালীন সময়ে ব্যবসায়ীদের কল্যাণে নেয়া বিভিন্ন কার্যক্রমই ভূমিকা পালন করেছে। এছাড়া এবারের নির্বাচনে লিটনের ইশতেহারেও ব্যবসায়ীদের কল্যানে একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন লিটন।

ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছর খায়রুজ্জামান লিটন মেয়র থাকলে নগরীর অর্থনীতিতে গতি সঞ্চার হতো, ব্যবসা-বাণিজ্যের প্রসার হতো, শিল্প কলকারখানা গড়ে উঠতো। কিন্তু বিএনপির একজন অযোগ্য মেয়র থাকার কারণে এসবের কিছুই হয়নি। নগরবাসী বুঝে গেছে, কাকে ভোট দিলে নগরীর উন্নয়ন হবে, কাকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই এখন সবার মুখে মুখে খায়রুজ্জামান লিটনের কথা। তিনিই এবার বিপুল ভোটে বিজয়ী হবেন, ইনশাল্লাহ।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির ফরিদ মাদুদ হাসান বলেন, ‘আরডিএ মার্কেটের সব ব্যবসায়ী লিটনের ভাইয়ের জন্যে ঐক্যবদ্ধ। যে মানুষ নগরীর উন্নয়নে কোনো অবদান রাখতে পারেন না, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান না, তাকে এবার ব্যবসায়ীরা ভোট দেবেন না। আমরা ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে খায়রুজ্জামান লিটন ভাইকে ভোট দেবো।’

ব্যবসায়ীসহ নগরীর বিভিন্ন পেশাজীবীদের সমর্থন নিয়ে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন লিটন। এমনটাই মত দিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

শেয়ার করুন

আপনার মতামত দিন