আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৯ ১৯:৩৮:২৩

সিলেটভিউ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ মেডিকেল বোর্ড যা সুপারিশ করবে, সে অনুযায়ীই খালেদা জিয়ার চিকিৎসা করা হবে বলে তিনি জানান।

আজ রোববার সচিবালয়ে বিএনপির প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব ও কারামহাপরিদর্শককে (আইজি প্রিজন) এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। এতে তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা উল্লেখ করে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল অথবা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার কথা বলেছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া আর্থ্রাইটিসসহ আরো কিছু রোগে আগে থেকেই ভুগছিলেন। আজকে বিএনপির এই প্রতিনিধিদল যাওয়ার পর স্বরাষ্ট্রসচিব ও আইজি প্রিজনকে দায়িত্ব দিয়েছি। তাঁরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও সরকারি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করবেন। তাঁরা খালেদা জিয়াকে চিকিৎসার ব্যাপারে যে সুপারিশ করবেন আমরা তাই করব।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই। তারপরও মেডিকেল বোর্ড যে সুপারিশ করবে আমরা তাই বিবেচনা করে দেখব। আমার জানা মতে, সরকারি হাসপাতালগুলোতে দেশের সর্বোচ্চ ও ভালোমানের চিকিৎসা হয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সব এখানেই বসেন।’

এর আগে খালেদা জিয়াকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, তখন কারাবিধির লঙ্ঘন হয়েছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ওই সময় মির্জা ফখরুলসহ অন্যরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেটা হয়েছিল আদালতের নির্দেশে। আদালত যদি কারো চিকিৎসার ব্যাপারে কোনো নির্দেশনা দেন, সরকার সেটাই পালন করে থাকে। খালেদা জিয়ার ব্যাপারেও এমন কোনো নির্দেশনা আসলে আমরা সেটা বিবেচনা করে দেখব।’

শেয়ার করুন

আপনার মতামত দিন