আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কারা আদালতে অনুপস্থিত খালেদা, ফের শুনানি বৃহস্পতিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৫:১৮:৪৩

সিলেটভিউ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরিত্যক্ত কারাগারে স্থাপিত আদালতে আজ (বুধবার) যুক্তিতর্কের শুনানি হয়নি। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক যুক্তিতর্কের শুনানীর জন্য আগামী কাল দিন নির্ধারণ করেন। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার জামিন বর্ধিত হবে কিনা সে বিষয়ে কাল আদেশ দিবেন বলে বিচারক উভয় পক্ষের আইনজীবীদের জানান।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক। এই কারণে তিনি আদালতে আসেননি। আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান, পরিত্যক্ত কারাগারে এ মামলার বিচারকার্যের আপত্তি জানিয়ে মামলার কার্যক্রম এক মাস স্থগিতের আবেদন জানানো হয়। আদালতে এ প্রশ্নে আগামীকাল সিদ্ধান্ত দিবেন বলে সাংবাদিকদের জানান আইনজীবী আমিনুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন