Sylhet View 24 PRINT

সৈয়দ আশরাফের ছুটি মঞ্জুর করল জাতীয় সংসদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ২২:০৪:২২

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার ৯০ কার্যদিবসের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার থেকে এই ছুটি মঞ্জুর করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে সৈয়দ আশরাফের পক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটির আবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। স্পিকার ছুটির আবেদন সংসদে পড়ে শোনান। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে ছুটি মঞ্জুর হয়।

প্রসঙ্গত, কোনো সাংসদ স্পিকারকে না জানিয়ে একটানা ৯০ দিন সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল করার বিধান রয়েছে।

ছুটির চিঠিতে বলা হয়, সৈয়দ আশরাফ অসুস্থ থাকায় সংসদ অধিবেশনে যোগ দিতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি আছেন। গত সোমবারও তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। তার সুস্থ হতে আরও অনেক দিন সময় প্রয়োজন হবে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.