আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

খালেদার অনুপস্থিতিতে বিচার চলবে: আদালত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২০ ১৪:৩৪:২৪

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকার্য চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার বিচারকার্য চলবে বলে আদেশ দিয়েছেন আদালতের বিচারক (ঢাকার পঞ্চম বিশেষ জজ) ড. মো. আখতারুজ্জামান।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারবেন না। এ কারণে আদালতে সময় আবেদন করবেন। পাশাপাশি অতিদ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যেন ভর্তি করা হয়, আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/২০ সেপ্টেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন