Sylhet View 24 PRINT

এমন সরকার যেন না আসে, রক্ষাকবচ তৈরি করতে হবে: বি চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ২০:৫৩:১২

সিলেটভিউ ডেস্ক::আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘আগামী দিনে যেন বর্তমান সরকারের মতো সরকার না আসে, তার জন্য রক্ষাকবচ তৈরি করতে হবে।’ শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ‘জাতীয় ঐক্যপ্রক্রিয়া’র নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বি চৌধুরী বলেন, ‘অনেকে আমাদের কাজে গন্ধ পান। তারাই গন্ধ পান, যাদের নাক পচা। আমরা সংবিধানের বাইরের কোনও প্রসেসে বিশ্বাস করি না।’ এ সময়  ড. কামাল হোসেন ও বিএনপি নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন তিনি বলেন,  ‘এখানে কারোই এ ধরনের চিন্তা নেই।’

কারাবন্দি খালেদা জিয়ার বিষয়ে বিএনপির সাবেক মহাসচিব বি চৌধুরী বলেন, ‘জননেত্রী খালেদা জিয়া আমার থেকে ১৫ বছরের ছোট। তিনি অসুস্থ। তার স্বাস্থ্যের ব্যাপারে তিনি কোন চিকিৎসককে তার স্বাস্থ্য দেখাবেন, সে রাইট তার আছে। তার কনফিডেন্সিয়াল  রিপোর্টে হাত কীভাবে হাত দেন অন্য চিকিৎসকরা?’

 ইভিএম প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ইভিএম ছুড়ে ফেলে দেবো। পারলে সিসি ক্যামেরা লাগান। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা লাগান, ভোটাররা বাইরে থেকে পর্যবেক্ষণ করবে।’

এখনই রুখে দাঁড়ানোর সময় বলে মন্তব্য করে বিকল্প ধারার সভাপতি বলেন, ‘অধিকার আদায়ের সময় এখনই। দাবি আদায়ের সময় এখন। আমরা যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া কিছু বিষয়ে একমত হয়েছি। ড. কামাল ও আমি সাইন করেছি।’

স্বাধীন দেশে সমাবেশ করতে অনুমতি নিতে হবে কেন—এমন প্রশ্ন তুলে বি চৌধুরী বলেন, ‘দিন শেষ হয়ে যাবে। আমি অনুমতির তোয়াক্কা করবো না। আমরা সমাবেশ করবো। ইতিহাস থেকে শিখলেন না।’

সিলেটভিউ ২৪ডটকম/২২সেপ্টেম্বর২০১৮/এমইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.