Sylhet View 24 PRINT

দুর্যোগের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে : ত্রাণমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৩ ১৮:৪৬:২৪

সিলেটভিউ ডেস্ক:: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুর্যোগের জন্য আগে থেকেই পূর্ব প্রস্তুতি থাকতে হবে।

আজ শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে যেকোনো সময় আকস্মিকভাবে বাংলাদেশে নতুন নতুন দুর্যোগের অবির্ভাব হচ্ছে। যার জন্য আমাদের আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তা না হলে দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য কঠিন বা দুর্বিষহ হয়ে দাঁড়াবে।’

আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’।

মন্ত্রী বলেন, ছোট বেলায় আমরা দুর্যোগ বলতে বন্যা ও চট্টগ্রামের ঘূর্ণিঝড়কে বুঝতাম। কিন্ত এখন খরা, পাহাড় ধস, নদীভাঙন, শিলাবৃষ্টি দেখছি। এমনকি অনেকে বজ্রপাতে মারাও যাচ্ছেন।

এসময় রোহিঙ্গা নতুন দুর্যোগ উল্লেখ করে মন্ত্রী বলেন, বলা নেই কওয়া নেই লাখ লাখ রোহিঙ্গা দেশে এসে হাজির। জনদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আশ্রয় দিয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। আপনারা তাদের ফেরাতে জনমত তৈরি করুন।

সিলেটভিউ ২৪ডটকম/১৩অক্টেবর২০১৮/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.