Sylhet View 24 PRINT

ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট’র আত্মপ্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৩ ১৮:৫৫:৪৭

সিলেটভিউ ডেস্ক:: বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদসহ (রব) কয়েকটি দল নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট আত্মপ্রকাশ করেছে।

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।  নতুন এ জোটের নাম জাতীয় ঐক্যফ্রন্ট। তবে, এই জোটে থাকছে না বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফা ও ১১টি লক্ষ্য পাঠ করেন।

সেখানে উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এছাড়া ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মুনসুর, মোস্তফা মহসীন মন্টু, আ ব ম মোস্তফা আ‌মিন, অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, আব্দুল মা‌লেক রতন, অ্যাড‌ভো‌কেট আলতাফ হো‌সেন, অ্যাড‌ভো‌কেট জগলুল হায়দার, আ ও ম শ‌ফিক উল্লাহ, মোস্তাক আহমদ প্রমুখ উপস্থিত আছেন।

অন্যদিকে, সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বারিধারার ১২ নম্বর রোড, ১৯ নম্বর বাড়িতে সংবাদ সম্মেলন করবেন বি. চৌধুরী।

এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান বি. চৌধুরী। ড. কামাল হোসেন ওই সময় বাসায় ছিলেন না। বিকল্পধারার যুগ্ম মহাসচিব ড. কামাল হোসেন তাকে দাওয়াত করেন। কিন্তু তারা গেলেও ড. কামালের বাড়ির দরজা খোলা হয়নি।

সিলেটভিউ ২৪ডটকম/১৩অক্টেবর২০১৮/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.