আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১১ ১৬:৪৫:০২

সিলেটভিউ ডেস্ক :: একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।

নড়াইল-২ আসনে প্রার্থী হতে চান তিনি। এই আসন থেকে দশম সংসদের সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।

মনোনয়ন ফরম সংগ্রহের আগে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

মাশরাফির সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে গতরাতে সাকিব গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

শেয়ার করুন

আপনার মতামত দিন