Sylhet View 24 PRINT

৮টি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১১ ১৭:১৩:১০

সিলেটভিউ ডেস্ক:: ২০ দলীয় ঐক্যজোটের মধ্যে নিবন্ধিত আটটি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে এ সংক্রান্ত চিঠি  পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
চিঠিতে সিইসিকে উদ্দেশ্য করে বলা হয়েছে- ‘আপনাকে জানাচ্ছি যে, নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে’।
 
দলগুলো হচ্ছে- বিএনপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলীম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম।
 
চিঠিতে আরো বলা হয়েছে- চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে।
 
সিইসি’র দফতরে চিঠিটি পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি দাস সরকার।
সিলেটভিউ ২৪ডটকম/১১ নভেম্ভর ২০১৮/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.