আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ কমিশন: বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৪ ১২:৫৬:২৯

সিলেটভিউ ডেস্ক:: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের সামান্যতম পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।


 তিনি বলেন, নির্বাচনে ভোট ডাকাতি করতে এবং বিএনপির গণজোয়ার ঠেকাতে গণমাধ্যমের উপর বিধি নিষেধ আরোপ করেছে কমিশন।

বুধবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ইসির এক চোখ অন্ধ, কারণ জনগণের করের টাকায় মিডিয়ায় সরকারি এ্যাড দেওয়া হচ্ছে যা আচরণ বিধি লংঘন অথচ কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না।

‘ভোট জালিয়াতির মহাপরিকল্পনা’ আখ্যা দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে। এজন্য আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই।

নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তল্লাশির নামে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
সিলেটভিউ ২৪ডটকম/১৪ নভেম্ভর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন