আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিএনপি নেত্রী নিপুন রায়সহ ৭ জনের রিমান্ড মঞ্জুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ১৭:৪৫:১৮

সিলেটভিউ ডেস্ক:: নয়াপল্টনে সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে শুক্রবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ।
এসব মামলায় অন্তত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

সিলেটভিউ ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন