Sylhet View 24 PRINT

আ.লীগের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে সোমবার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১২:৪২:২২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে রবিবার (১৮ নভেম্বর)। পর দিন সোমবার (১৯ নভেম্বর) প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে বোর্ডের একজন সদস্য এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ নভেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু হয়। এরপর ১৬ এবং ১৭ নভেম্বর ধারাবাহিক সভায় অধিকাংশ আসনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সদস্য বলেন, আমরা অধিকাংশ আসন চূড়ান্ত করে ফেলেছি। রবিবার সব আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। পরের দিন (সোমবার) প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।   

এদিকে শনিবার (১৭ নভেম্বর) এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই একদিনের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, মাঠের অবস্থার ওপর ৬টি জরিপ রিপোর্ট রয়েছে দলের হাইকমান্ডের কাছে। গোয়েন্দা সংস্থাসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা দিয়ে এ জরিপ চালানো হয়। জরিপে বর্তমান এমপিসহ মনোনয়নপ্রত্যাশীদের কার অবস্থা কী, সব তথ্য রয়েছে।

তথ্যের ভিত্তিতে অনেক আগেই একটা খসড়া তালিকা তৈরি করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সভায় সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। দলীয় প্রার্থীর পাশাপাশি মহাজোটের শরিক দলগুলোকে কোন কোন আসন ছেড়ে দেওয়া হবে সেটাও চূড়ান্ত করা হচ্ছে। কোন কোন আসনে মহাজোটের শরিক দলগুলোর কারা কারা প্রার্থী হলে বিজয়ী হয়ে আসতে পারবেন, জরিপের মাধ্যমে সেসব তথ্যও আওয়ামী লীগ সভাপতির কাছে রয়েছে।

সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.