আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার ৩ বছর কারাদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২০ ১৪:৩৭:৪৯

সিলেটভিউ ডেস্ক:: সম্পদের হিসাববিবরণী সংক্রান্ত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম মিয়া অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিস গ্রহণ করে কোনো জবাব দেননি তিনি।

এ ঘটনায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে  ২০০৪ সালের ১৫ জানুয়ারি মামলা করে দুদক। পরে ওই বছরের ৩০ নভেম্বর ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক।

সিলেটভিউ ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন