Sylhet View 24 PRINT

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১০ ১৪:৪৭:৫৭

সিলেটভিউ ডেস্ক :: দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেক লন্ডনে বসে নির্বাচন বানচাল করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সঙ্গে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাস্থ পাকিস্তানের দূতাবাসে গোপন বৈঠক করেছে। এটা তাদের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেবারে কম বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, ঐক্যফ্রন্টের নিজেদের সৃষ্ট বিরোধ বাইরে ছড়িয়ে পড়েছে। গুলশানে দফায় দফায় বিএনপি অফিসে হামলা হচ্ছে। মির্জা ফখরুলের গাড়িতে হামলা হয়েছে। মনোনয়ন বঞ্চিতরা বলছে, টাকা ফেরত দাও নইলে মনোনয়ন দাও। সেই  তুলনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট স্বস্তিতে আছে।’

‘আমি আগেই বলেছিলাম তারা (ঐক্যফ্রন্ট) সংকটে পড়বে। তারা মনোনয়ন বাণিজ্য করেছে। তাই তারা বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি জামায়াত এবার ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হবে। তাই সেই বিভীষিকার যুগে মানুষ ফিরে যেতে চায় না। দেশের জনগণ আমাদের সাথে আছে।

‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে।’

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্লা খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.