আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

খালেদার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ হাইকোর্ট বেঞ্চে ফেরত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১২:৫২:৩৪

সিলেটভিউ ডেস্ক ::  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বুধবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে তৃতীয় বেঞ্চ গঠন করার কথা থাকলেও রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি না লেখায় তা ফেরত পাঠানো হয়েছে।
প্রধান বিচারপতির দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বিষয়ে বিভক্ত আদেশ দেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন। অন্যদিকে অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

ওই দিনই সংক্ষিপ্ত আদেশের অনুলিপি প্রধান বিচারপতির কাছে পাঠান হাইকোর্ট।

সিলেটভিউ ২৪ডটকম/১২ ডিসেম্বর মঙ্গলবার/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন