আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

যতই নির্যাতন করুক মাঠ ছাড়ব না: মওদুদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৩:৪৯:৩২

সিলেটভিউ ডেস্ক :: সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যতই নির্যাতন করুক না কেন, মাঠ ছাড়ব না। আমরা শেষ দিন পর্যন্ত মাঠে থাকব। নির্বাচন করব। গণতন্ত্র পুনরুদ্ধার করব।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, সারাদেশের কোথাও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সর্বত্র নন-লেভেল ফিল্ড বিরাজমান। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলব-দ্রুত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করুন।

নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, শুধু ধানের শীষের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে এসব বিষয় পর্যবেক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানান।


সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন