আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১২:২৩:২৬

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় ঐক্যগড়া, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারস্যাম্য আনা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তাসহ ১৪ প্রতিশ্রুতি দেয়া হয়েছে ঐক্যফন্টের ইশতেহারে।

এসব প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে- নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং সব নাগরিককে স্বাস্থ্যকার্ড দেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ইশতেহার ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

ইশতেহার ঘোষণা করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ ও ড. রেজা কিবরিয়া প্রমুখ।
সিলেটভিউ ২৪ডটকম/১৭ ডিসেম্বর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন