Sylhet View 24 PRINT

ড. কামালের উপর হামলার তদন্ত চায় ইসি, পুলিশকে চিঠি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১৫:৩১:২৯

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপর হামলার ঘটনায় পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালেই ইসি থেকে পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে ঘটনা তদন্ত করে তাদেরকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়।

ওই হামলার পর গণফোরাম গণমাধ্যমে দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হকের সমর্থকেরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কামাল হোসেনের পেছনের গাড়িতেই ছিলেন আ স ম আবদুর রব। হামলার রবের গাড়ির চালক আহত হয়েছেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.