আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মওদুদকে জনগণ প্রত্যাখ্যান করেছে: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৯ ১৬:৩৬:৩৬

সিলেটভিউ ডেস্ক ::  নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলায় ফরাজীহাট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী মওদুদকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ভোটের মাঠে জনগণই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। তিনি ঘরে বসে নির্বাচন করছেন। তাকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে। তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই তিনি ঘরে ভিডিও কনফারেন্স করে মিথ্যা প্রেস ব্রিফিং করছেন।

তিনি বলেন, জনপ্রিয়তা নেই বলেই মওদুদ আহমদ ভোটারদের কাছে যেতে পারছেন না।

‘মওদুদ ২২ বছর ক্ষমতায় ছিলেন। এই সময়ে তিনি একটি কাজ করেছেন তা দেখাতে পারবেন না। এখন গ্রামে গ্রামে, মাকড়শার জালের মতো রাস্তা। অনেকের বাড়ির দরজাও পাকা হয়েছে’-যোগ করেন কাদের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি এলাকায় বিদ্যুতের খাম্বা দিয়েছে। বিদ্যুৎ দিতে পারেননি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আছে।

লেভেল প্লেয়িং ফিল্ড নেই-ইসি মাহবুব তালুকদারের এমন মন্তব্য বিষয়ে ওবায়দুল কাদের বলেন, একজন নির্বাচন কমিশনারের মতামত গ্রহণযোগ্য নয়। সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কমিশনারদের মতামতই গ্রহণযোগ্য। একজন প্রধান নির্বাচন কমিশন ছাড়াও আরও চার নির্বাচন কমিশনার রয়েছেন। তাদের মধ্যে একজনের ভিন্নমত থাকতেই পারে। এটিই গণতান্ত্রিক প্রক্রিয়া। বাকিরা বলছেন-নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। ওনাদের মতে-সব দল সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগ নেতা ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন সেলিম ও জেলা পরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিটু প্রমুখ।

সিলেটভিউ ২৪ডটকম/১৯ ডিসেম্বর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন