আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৩ ০০:৪১:৫৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে আলোচনা চলছে দলের নীতিনির্ধারক মহলে। গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নিয়ে খোলামেলাভাবে বলেছেন, অক্টোবরে হবে আওয়ামী লীগের সম্মেলন। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, সম্মেলন এর আগেও হয়ে যেতে পারে। আওয়ামী লীগ সভানেত্রী দল গোছাতে চান। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি ঘিরে আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি করতে চান শেখ হাসিনা।

দুঃসময়ের নেতা-কর্মীদের নিয়েই দলের সারা দেশে সাংগঠনিক কাঠামো তৈরির প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এরই মধ্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছেন। দলীয় সভানেত্রীর চিন্তাভাবনার আলোকেই কথা বলেছেন সাধারণ সম্পাদক। সরকার ও দলকে আলাদা রেখেই কাজ করার পক্ষে আওয়ামী লীগ প্রধান। এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। মন্ত্রিসভার সদস্যরা দলে অবস্থান পাবে না। দল রাখা হবে সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন নেতাদের মাঝে। অনেক প্রবীণ নেতাকে নিয়ে যাওয়া হবে উপদেষ্টাম-লীতে।

সূত্রমতে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও দেখা গেছে দলের ত্যাগী নেতারা মাঠে সব মান অভিমান ভুলে কাজ করেছেন। দলকে সংগঠিত করতে রেখেছেন জোরালো ভূমিকা। চাওয়া-পাওয়ার হিসাবও মেলাননি কেউ। দলের নেতাদের এই ভূমিকাকে ইতিবাচকভাবে নিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাঝে মন্ত্রিসভা গঠনের পর দলের ভিতরে কোথাও কোনো নেতিবাচক অবস্থান পাওয়া যায়নি। আওয়ামী লীগের এ অবস্থানটাকে ধরে রেখে দল গোছাতে চান দলীয় প্রধান।

এদিকে গতকাল ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সম্মেলন হবে আরও ১০ মাস পর, অক্টোবর মাসে হবে। এর আগে আর কোনো সম্মেলন হবে না।’ গতকাল সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন