Sylhet View 24 PRINT

‘খাল দখলদাররা যে দলেরই হোক একবিন্দু ছাড় নয়’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ১৩:৩৯:২৩

সিলেটভিউ ডেস্ক :: খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক না বা যে দলেরই হোক না কেন তাদের একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার (২১ জানুয়ারি) রাজধানীর ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের ৭৪ কিলোমিটারের ওপর থেকে ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ কাজ করছে জানিয়ে তিনি বলেন, খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা করবো।

এসময় তার সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর শেখ জাহিদসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্যেঃ পূর্বপশ্চিম 

সিলেটভিউ ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৯/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.