Sylhet View 24 PRINT

ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি বিএনপির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১৯:৩৬:২০

সিলেটভিউ ডেস্ক ::  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দায়িত্বে ব্যর্থতার অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি তুলেন।

মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন তিনি।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সর্বকালের ব্যর্থ একজন সড়কমন্ত্রী। যেহেতু মন্ত্রণালয় চালাতে তিনি ব্যর্থ, সড়কে শুধু লাশের ছবি, তাই এই মুহূর্তে তাকে পদত্যাগ করা উচিত। নইলে সড়কে মৃত মানুষের আত্মা শান্তি পাবে না।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রতিদিন দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারা দেশে দৌড়াদৌড়ি করছেন। তার দৌড়াদৌড়ি কেবল ফটোসেশনে সীমাবদ্ধ। প্রতিদিন সড়কে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় সড়কে মৃত্যুর মিছিল।’

নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকার লোক-দেখানো কিছু পদক্ষেপ প্রহসনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মন্তব্য করেন এ বিএনপি নেতা। তিনি ভোট জালিয়াতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন বলে দাবি করেন।

পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করার রেকর্ড একমাত্র শেখ হাসিনার মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নইলে সরকারের বিপজ্জনক অবতরণ হবে।

সৌজন্যেঃ যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২২ জানুযারি ২০১৯/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.