Sylhet View 24 PRINT

রাজ্জাকের জামায়াত ছাড়াকে স্বাগত জানালেন ড. কামাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ০০:৫০:৫৬

বাংলাদেশে রাষ্ট্রের জন্ম ও মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা না চাওয়াকে কারণ দেখিয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের দল ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন।

মঙ্গলবার ঢাকার মতিঝিলে নিজের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কামাল এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তখন কামাল বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয়কে আমি স্বাগত জানাই।’

জামায়াতের ক্ষমা আহ্বান যথেষ্ট কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘আমি মনে করি না এটা যথেষ্ট না। মাত্র একজন নেতা ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাদের ক্ষমা চাওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু ক্ষমা চাওয়ার মাধ্যমে সব কিছু মাফ হয়ে যাবে না।’

একাদশ নির্বাচনের পরও ড. কামাল হোসেন গণফোরামের নির্বাহী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির ওপর চাপ সৃষ্টির কথা বলেছিলেন।

আওয়ামী লীগ থেকে সরে আসার পর গণফোরাম গঠন করে ড. কামাল হোসেন বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার কঠোর অবস্থান বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.