Sylhet View 24 PRINT

পুলিশ দায়িত্বপালন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়: ড. কামাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৬ ১৮:০৭:২২

সিলেটভিউ ডেস্ক :: পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে দেশে গণতন্ত্র ও সংবিধানের শাসন প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কিন্তু দেশের মালিক নয়, দেশের সেবক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, সংবিধান মেনে তারা আইন অনুযায়ী দায়িত্বপালন করবে। আপনারা সতর্ক থাকবেন যে পুলিশ যেন তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো অন্যায়-অত্যাচার করতে না পারে। সুষ্ঠু গণতন্ত্র ও সংবিধানের শাসন তখনই থাকে, যখন পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে।

তিনি বলেন, জনগণকে অবাধ ও নিরপেক্ষ বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। অর্থের বিনিময়ে ভোট বিক্রি করা অন্যায়। জনগণকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য তিনি ঐক্য গড়ার কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রশংসা করে কামাল হোসেন বলেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় দিয়েছেন। তিনি মৌলিক অধিকার রক্ষা করার ব্যাপারে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

প্রবীণ এই আইনজীবী বলেন, আদালত কঠিন কঠিন সময়ে শক্ত অবস্থান নেন। বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগ বা অন্য কোনো মহল থেকে চাপ পড়ছে কি না, নিয়মও ঠিকমতো হচ্ছে কি না, সেসব বিষয়ে জনগণ সচেতন থাকলে বিচার বিভাগ স্বাধীন থাকে।

তিনি আরও বলেন, আদালত রায় দেওয়ার পরে বিচারককে সরিয়ে দেওয়া হলে তখন আর স্বাধীনভাবে দায়িত্বপালন সম্ভব হয় না।

এদিন সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণফোরামের কাউন্সিল শুরু হয়।

দলের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, রেজা কিবরিয়া, জগলুল হায়দার, আবু সাঈদ প্রমুখ।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.