Sylhet View 24 PRINT

খালেদা জিয়ার জামিন শুনানি ১২ ডিসেম্বর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৩:১৬:১৬

সিলেটভিউ ডেস্ক :: মেডিক্যাল রিপোর্ট না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ আপিল শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর নির্ধারণের আদেশ দিতে চান। এসময় আপিল বিভাগের এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করলে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। ফলে জামিন শুনানির পরবর্তী দিন সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘তার (খালেদা) জামিনের বিষয়ে আদেশের অপেক্ষায় আদালতে বসে আছি। আদেশ নিয়ে বের হবো।’

এর কিছুক্ষণ পর অ্যাটর্নি জেনারেল বাংলা গণমাধ্যমকে নিশ্চিত করেন, খালেদা জিয়ার আপিল শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওইদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সৌজন্যে :: বাংলা ট্রিবিউন
সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.