Sylhet View 24 PRINT

তাবিথের ওপর হামলা নয়, ‘ধাক্কা-ধাক্কি’ হয়েছে : তদন্ত প্রতিবেদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ২০:৩১:৫৪

সিলেটভিউ ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগের তদন্ত সম্পন্ন না করেই প্রতিবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। তাতে ধাক্কা-ধাক্কির তথ্য পাওয়া গেছে। তবে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। তদন্তও পুরোপুরি শেষ হয়নি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তাবিথ আউয়াল মিছিলের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে কিছু জানায়নি। এ অবস্থায় তাবিথ আউয়ালসহ সব প্রার্থীকে প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট থানাসহ রিটার্নিং কর্মকর্তাকে জানানোর জন্য সতর্ক করতে চিঠি দিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তাকে দেয়া চিঠিতে তদন্ত কর্মকর্তা ইমরান শাহারিয়ার বলেন, ‘তাবিথ আউয়ালের আনীত অভিযোগ ফৌজদারি অপরাধ সংশ্লিষ্ট, যা মোবাইল কোর্টে নয় দণ্ডবিধি-১৮৬০ মতে বিচার্য। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

বৃহস্পতিবার বিকেলে আবুল কাসেম সাংবাদিকদের বলেন, ‘বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত তদন্ত তো ৪৮ ঘণ্টার মধ্যে করা যাবে না। এটার জন্য সময় প্রয়োজন। আজকের মধ্যে এই চিঠি আমি কমিশনে পাঠিয়ে দেব। কমিশন নিশ্চয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, তাই তাবিথ আউয়ালসহ সবাইকে চিঠি দিয়েছি। তাতে বলেছি, যেন প্রচারে যাওয়ার ২৪ ঘণ্টা আগে পুলিশ ও ইসিকে বিষয়টি জানায়।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘দারুস সালাম থানাধীন বড়বাজার এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম ও তার সঙ্গীয় নেতাকর্মী সমর্থক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও তার দলীয় নেতাকর্মী সমর্থকরা মুখোমুখি হওয়ার ফলে যে ঠেলা, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, এ ঘটনায় উভয় পক্ষ থেকে দাখিল করা অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান করানো হয়। অনুসন্ধানকালে উভয় পক্ষ সরু রাস্তায় মুখোমুখি হওয়ারকালে উভয় পক্ষের মাঝে ঠেলা, ধাক্কা-ধাক্কি হয়েছে।’

নির্বাচনী প্রচারের বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় প্রচারে যাওয়ার ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট থানা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন আবুল কাসেম।

গত ২১ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানার বড়বাজার এলাকায় তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সমর্থিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম ও তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলে ইসি। অন্যদিকে মাসুমের প্রার্থিতা বাতিল ও শাস্তি নিশ্চিত করতে নির্বাচন কমিশনে চিঠি দেন তাবিথ আউয়াল।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.