Sylhet View 24 PRINT

‘লকডাউনের নামে জাতির ওপর শাটডাউন চাপিয়ে দিচ্ছে সরকার’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৩ ১৪:৩৪:৩৫

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস প্রতিরোধে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। চলবে আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

সরকারের এই লকডাউনের উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লকডাউনের নামে জনগণের ওপর সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল করেন, “স্বল্প আয়ের মানুষের জীবনে দুঃসময় নেমে এসেছে। তাই জীবনযুদ্ধে টিকতে না পেরে তারা গ্রামে ছুটছেন।”

শুধু করোনাভাইরাস মোকাবিলা নয় বর্তমান সরকার সবক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে বিরোধীদলকে দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

এছাড়া সরকারের দুর্নীতি ও ব্যর্থতার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল জানান, ১০ মাস আগে করোনার চিকিৎসা সরঞ্জাম আসলেও তা ছাড় করা হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/বিডি প্রতিদিন/ শাদিআচৌ-০৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.