Sylhet View 24 PRINT

মানবতার কারণে হলেও খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া উচিত : ডা. জাফরুল্লাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৯ ২২:৫৭:৩৮

সিলেটভিউ ডেস্ক :: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না।

রবিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে অসহায়-দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উনার (খালেদা জিয়া) যে অবস্থা এদেশে চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আসা খুবই খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে, তখনইতো করে দিতে পারতো সরকার। এটাতো আধা ঘণ্টার কাজ।

তিনি বলেন, খালেদা জিয়ার অনেক শাস্তি হয়ে গেছে। তাকে জামিন দিতে অসুবিধা কোথায়। এ নিয়ে তর্ক-বিতর্ক না করে মানবতার কারণে, দেশের শান্তির কারণে উনাকে আজই বলে দিন, আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বর নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতারা।



সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ জিএসি-০৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.