Sylhet View 24 PRINT

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে: ফখরুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৫:৪১:৫৩

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফখরুল বলেন, ‘আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। তারা অক্লান্ত পরিশ্রম করে খালেদা জিয়ার চিকিৎসা করছেন। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে।’

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে বিশেষ শর্তে সাময়িক মুক্ত আছেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তার চিকিৎসার জন্য আজকে সুযোগ দেয়া হয় না। বার বার বলা হয়েছে যে তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে।’

গত ১১ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল তার সিটি স্ক্যান করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হন বলে শুক্রবার (২৮ মে) জানান মির্জা ফখরুল।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।


সিলেটভিউ২৪ডটকম/জাগোনিউজ/এসডি-৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.